দুর্গাপুর দর্পণ,হুগলী, ১১ সেপ্টেম্বর ২০২৩: হুগলির(Hooghly) শ্রীরামপুর পুরসভায় চাকরির ভুয়ো বিজ্ঞাপন ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, পুরসভায় চাকরির দেওয়া হবে, এই মর্মে একটি ভুয়ো বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। ঘটনার খবর জানাজানি হতেই চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শ্রীরামপুর পুরসভায় চাকরির বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া দেখে বহু চাকরি প্রার্থীরা ভিড় করতে শুরু করে। শুরু হয় ফর্ম ফিলাপও। খবর পেয়ে, পুরসভায় থানায় অভিযোগ দায়ের করে। শুরু হয় তদন্ত। রবিবার রাতেই সিঙ্গুরের তিনজন ও বালি থেকে একজনকে বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। তাদের সোমবার শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কারা যুক্ত সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।