দুর্গাপুরের দু’জনকে মেডিকেলে ভর্তির নাম করে দেড় কোটির প্রতারণা, কলকাতা থেকে গ্রেফতার ১

দুর্গাপুর: দুর্গাপুরের দু’জনকে কলকাতার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নেওয়া হয়েছিল প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা। দুর্গাপুর থানার পুলিশ কলকাতা থেকে বুধবার রাতে গ্রেফতার করে নিয়ে এসেছে অভিযুক্তকে। তার নাম অর্ণব দাস বর্মন। বাড়ি মেদিনীপুরে। ধৃতকে জেরা করে বিস্তারিত জানার চেষ্টা করবে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের শুরুর দিকে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের ২ যুবককে কলকাতার একটি নামি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অর্ণব দাস বর্মন। তাদের কাছ থেকে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা নেওয়া হয়। দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও মেডিকেল কলেজে ভর্তি হতে পারেননি ওই দুই যুবক। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে অর্ণব দাস বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুর্গাপুর থানায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অভিযুক্তের খোঁজে কলকাতায় হানা দেয় পুলিশ। সেখানে ৬দিন চিরুনি তল্লাশি চালানোর পরে পঞ্চসায়ের থানা এলাকার একটি বহুতল আবাসন থেকে বুধবার রাতে অর্ণব দাস বর্মনকে গ্রেফতার করেন দুর্গাপুর থানার এসআই নাজমুল হুদা। বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হয়। ধৃতকে জেরা করে তার সঙ্গে আর কেউ যুক্ত কি না তা জানা এবং টাকা উদ্ধারের চেষ্টা করবে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
