দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৯ জানুয়ারি ২০২৪: এক ক্লিকেই সব শেষ! ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে টেলিগ্রামে নয়া ফাঁদ সাইবার প্রতারকদের। অনলাইনে ঘরে বসে আয়ের লোভ দেখিয়ে টেলিগ্রাম থেকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রতারণা করা হচ্ছে।
অনেকেই বাড়তি আয়ের পথ খুঁজছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে অনলাইনে বাড়তি আয়ের প্রলোভন দিয়ে টেলিগ্রামের মাধ্যমে চলছে রমরমা প্রতারণা চক্র। প্রথমে অনলাইনে ঘরে বসে আয়ের নামে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠানো হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করা, হোটেল, রিসর্ট এসবের রেটিং বাড়ানোর টাস্ক দেওয়া হয়। প্রতিটি অ্যাক্টিভিটির জন্য টাকা দেওয়া হয়।
লিঙ্কে যোগ দেওয়ার পর প্রথম দিকে প্রতারকরা টাস্কের টাকা দিতে থাকে। কিছুদিন পরে রেজিস্ট্রেশনের নাম করে ১-২ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। তারপরেও কিছুদিন টাকা আসে। এরপর তাঁদের টেলিগ্রামের গ্রুপে যোগ করানো হয়। সেই গ্রুপে থাকে ফাঁদ। এতদিন অনলাইনে আয় করা টাকা টেলিগ্রামের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। স্বল্প সময়ে মোটা টাকা সুদের প্রলোভন দেখানো হয়। লোভ বাড়তে থাকায় বিনিয়োগের মাত্রাও বাড়তে থাকে। একসময় সর্বস্ব শেষ হয়ে যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।