বিনামূল্যে চোখের ছানি অস্ত্রোপচার শিবির করল ব্লাইন্ড রিলিফ সোসাইটি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে দুঃস্থদের চোখের অস্ত্রোপচারে বরাবর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে ‘দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি’। সোসাইটির নিজস্ব
ক্লিনিকে নিয়মিত দুঃস্থদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
চক্ষু পরীক্ষায় যাঁদের ছানি ধরা পড়ে, তাঁদের বিনামূল্যে অস্ত্রোপচারেরও (Free Cataract Surgery Camp) ব্যবস্থা করে থাকে সোসাইটি। শুক্রবার তেমন ১৮ জনের চোখে বিনামূল্যে ছানি অস্ত্রোপচার করা হয়। এদিন কর্মসূচীর সূচনা করেন পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখার্জী। উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল, সম্পাদক তাপস সরকার প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।