দুর্গাপুর দর্পণ, ২০ মে ২০২৪: রবিবার সন্ধ্যায় বাড়ির পোষ্যদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই শিবিরে অনেকেই এসেছিলেন তাঁদের পোষ্যদের নিয়ে। পশু চিকিৎসক দীপক দে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
দীপক জানান, পোষ্যদের প্রসবের সময় নানা সমস্যা দেখা যাচ্ছে যা মূলত সচেতনতার অভাবে তৈরি হচ্ছে। তাই প্রসবের আগে কী কী খাওয়ানো উচিত, কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত প্রভৃতি বিষয়ে সচেতন করা হয়। তাছাড়া চকলেট জাতীয় খাবার না দেওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, নিয়মিত স্নান করানো, গ্রীষ্মে শীতল পরিবেশে রাখা, পশম বেশি হলে কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়। পোষ্যকে নিয়ে চিকিৎসা করাতে আসা সৌমিলী দত্ত বলেন, “এলাকায় পোষ্যদের জন্য কোনও ক্লাব বা মজা করার জায়গা নেই। এখানে এসে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ওরা বেশ আনন্দ পেয়েছে।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।