
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ মার্চ ২০২৪: প্রাক বসন্ত উৎসব ঘিরে উৎসবের আমেজ পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গ্যামনের মাঠে। দুর্গাপুর পশ্চিম বিধানসভার প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের উদ্যোগে এই প্রাক বসন্ত উৎসবের আয়োজন। ছিলেন তৃণমূলের বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ। উৎসবে শামিল হন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, পুরেসভার প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, “মা নারী জাতি। নারীর থেকে শক্তিশালী আর কিছু নেই। মা সন্তানকে লালন-পালন করে বড় করে। মাটির ওপর ভর দিয়ে ওঠে প্রতিটি সন্তান। মাটির ওপর ভরসা করেই বেঁচে থাকতে হয় সবাইকে। মাটিতেই মিশে যায় দেহ। হাসপাতালে গেলে কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কে শিখ দেখা হয় না। সবাইকেই বাঁচিয়ে তোলার চেষ্টা চালানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মা মাটি মানুষও প্রতিটি মানুষকেই আপন ভাবে। সকলকে পরিষেবা দিয়ে চলেছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।