বিজেপি প্রার্থীর মাথা ফাটলো পাণ্ডবেশ্বরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ জুলাই ২০২৩: সকাল থেকে দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পশ্চিম বর্ধমান জেলায় (Paschim Bardhaman) ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। সকালে পাণ্ডবেশ্বর এর হরিপুরে বিজেপি প্রার্থী বিকি চৌরাশিরাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার মাথা ফেটে যায়। তার বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূল অভিযোগ মানেনি।
জেলার বেশ কিছু বুথে এজেন্ট ঢুকতে খাওয়া দেওয়ার অভিযোগ তুলেছে সিপিএম। কাঁকসার গোপালপুর এলাকায় বুথে শাসকদলের কর্মীরা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূল অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে। তবে পশ্চিম বর্ধমানে তেমন পরিস্থিতি আপাতত নেই।