দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৬ অক্টোবর ২০২৩: জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে গণধর্ষণের শিকার আদিবাসী কিশোরী। নগ্ন অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাঁকসা থানার পুলিশ তিন যুবক ও এক কিশোরকে গ্রেফতার করেছে। ধৃত তিন যুবকের নাম বালি মাড্ডি, বুধন মুর্মু ও চন্ডী বাস্কে।
দেখুন ভিডিও
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কাঁকসার কুলডিহার আদিবাসী পাড়ার দুই কিশোরী জঙ্গলে কাঠ, পাতা কুড়াতে যায়। বিকেলে বাড়ি ফেরার পথে তিন যুবক ও এক কিশোর তাদের পথ আটকালে দুই কিশোরীর একজন কোনওক্রমে ছুটে বাড়ি চলে যায়। কিন্তু অন্য কিশোরীকে জোর করে ধর্ষণ করে তারা জঙ্গলে ফেলে পালায় বলে অভিযোগ।
বাড়ি চলে আসা কিশোরী বাড়ির সবাইকে ঘটনার কথা জানালে অন্য কিশোরীর বাবা জঙ্গলে ছুটে যান। সেখান থেকে নগ্ন অবস্থায় মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তরা চড়াও হয় ওই কিশোরীর বাবার উপর। তাঁতে বেধড়ক মারধর করা হয়। থানায় জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
আশঙ্কাজনক অবস্থায় মেয়েকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন বাবা। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় কাঁকসা থানার পুলিশ। চার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নাবালিকার বাবা এবং মায়ের দাবি, কঠোর শাস্তি হোক অভিযুক্তদের। এই ঘটনাকে ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।