
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ মার্চ ২০২৪: গ্যাস সিলিন্ডার ফেটে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ফুলঝোড় সংলগ্ন ইন্ডিয়ান অয়েল আবাসনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বুধবার।
এদিন ফুলঝোড় সংলগ্ন বি ওয়ান মোড়ের ইন্ডিয়ান অয়েল হাউসিং কমপ্লেক্স থেকে বিকট শব্দ শুনতে পান আশপাশের বাসিন্দারা। জানা যায় গ্যাস সিলিন্ডার ফেটেছে আবাসনের তিনতলায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে দমকলের দুটি ইঞ্জিন আসে। আধঘন্টা পরে আগুন আয়ত্বে আসে।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায় গুরুতর জখম এক কিশোর, এক বৃদ্ধা সহ মোট ৪ জনকে উদ্ধার করে দুর্গাপুরের বিধাননগরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দা গৌতম দাস দাবি করেন, বিকট শব্দ শুনতে পেয়ে ইন্ডিয়ান অয়েলের আবাসনে ছুটে আসেন। তিনতলায় গিয়ে দেখেন, এক বৃদ্ধার শরীরের একাংশ দগ্ধ হয়েছে। আরও কয়েকজনের শরীর কমবেশি দগ্ধ হয়েছে।
পুলিশ এবং দমকল কর্মীরা পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। দমকলের সাব আধিকারিক রিপন বড়ুয়া জানান, তাঁরা যখন পৌঁছান তখন দেখেন তিন তলার আবাসনের জানালা দিয়ে ভয়াবহ আগুন বের হচ্ছে। মিনিট দশেকের প্রচেষ্টায় তাঁরা ভেতরে ঢুকতে পারেন। দেখেন একজন পুলিশ কর্মী অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।