দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ আগস্ট ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টিল প্ল্যান্টে গ্যাস লিক। দুই শ্রমিক অসুস্থ। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। নাইট শিফট শেষে কোকওভেন এর ৬ নম্বর ব্যাটারি গাইড কার প্ল্যাটফর্মে দুই স্থায়ী শ্রমিক স্বরূপ ঘোষাল ও উত্তম মুর্মুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। অ্যাম্বুল্যান্স না থাকায় গাড়ি করে সহকর্মীরা তাঁদের প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় ডিএসপি মেন হাসপাতালে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের নেতা রজত দীক্ষিত বলেন, “ভোরে খবর পাই, স্বরূপ ঘোষাল ও উত্তম মুর্মু অচেতন হয়ে পড়েছে। আমরা নিজেদের গাড়িতে করে তাদের প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাই। বার বার গ্যাস লিকের ঘটনা ঘটছে ডিএসপিতে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুই শ্রমিককেই আইসিইউতে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। কীভাবে গ্যাস লিকের ঘটনা ঘটল তা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন ডিএসপি কর্তৃপক্ষ। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।