দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ নভেম্বর ২০২৩: সিলিন্ডার পিছু গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা। গত ২ মাসে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল গ্যাসের দাম। তবে স্বস্তি এটাই যে, আমজনতার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়েনি। বেড়েছে শুধু বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। এখন থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১৯৪৩ টাকা।
প্রতি মাসের শুরুতে এলপিজির (LPG) দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এর আগে ১ অক্টোবর সিলিন্ডার পিছু ২০৯ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার তা আরও ১০০ টাকা বাড়ানো হল। এর ফলে হোটেল, রেস্তরাঁয় রান্নার জন্য গ্যাসের পিছনে অতিরিক্ত খরচ হবে। ফলে রান্না করা খাবারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।