দুর্গাপুর দর্পণ, ২৭ জুন ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজবাঁধে চালু হল টাটা গোষ্ঠীর জিঞ্জার হোটেল।জিঞ্জার ২০০০ সালের শুরুতে যাত্রা শুরু করে এবং ২০০৪ সালে প্রথম হোটেল খোলা হয়। বর্তমানে দেশে ৬০টিরও বেশি জায়গায় ৯১টি হোটেল রয়েছে। আরও ২৫টি হোটেল নির্মিয়মান অবস্থায় রয়েছে। জিঞ্জার তার গ্রাহক পরিষেবার সঙ্গে বিনোদনের সামঞ্জস্য রেখে চলেছে। মিউজিক এবং অনন্য শিল্পকর্ম ইনস্টলেশন সজ্জার মাধ্যমে গ্রাহকদের পছন্দের হোটেলের তালিকায় ঠাঁই পেয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
দুর্গাপুরের রাজবাঁধে জিঞ্জার হোটেল ২০২৪-এর জানুয়ারিতে খোলা হয়েছে। রাজবাঁধের এই জিঞ্জার হোটেলটিতে ৫৫টি ঘর রয়েছে। এখানে গ্রাহকদের জন্য থাকছে সবরকম এক্সক্লুসিভ সুবিধা। ব্রেকফাস্ট থেকে ডিনার সহ থাকছে মনোরম সমারোহ, এবং একটি আধুনিক ফিটনেস সেন্টার। অনুষ্ঠানের জন্য থাকছে পাঁচটি প্রশস্ত ব্যাঙ্কোয়েট এবং আলাদা করে মিটিং স্পেস। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।