দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ এপ্রিল ২০২৪: এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে। সোমবার সকালে ফুলঝোড় মোড়ে ঘটনাটি ঘটে। এদিন তিনি এমএএমসি টাউনশিপে প্রাতঃভ্রমণ সেরে ফুলঝোড় মোড়ে চায়ে পে চর্চায় যোগ দেন। তখন কয়েকজন এসে জয় বাংলা, দিলীপ ঘোষ দূর হটো স্লোগান দিতে থাকেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তাঁরা দিলীপ ঘোষকে জানাতে গিয়েছিলেন। কিন্তু দিলীপ ঘোষ তাঁদের সঙ্গে কথা বলেননি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। দিলীপ ঘোষের সাফাই, তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্য তৃণমূলের কিছু মহিলা এসেছিল ঝামেলা করতে। আর কিছু করতে পারবে না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
#2024loksabhaelection #tmc #bjp #dilipghosh #dilipghoshgoback