দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ অক্টোবর ২০২৩: অষ্টমীর সকাল থেকে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার গড় জঙ্গলের শ্যামারূপা মন্দিরে হাজার হাজার দর্শণার্থীদের ভিড়। সকাল থেকেই চলছে পুজোপাঠ। বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের ঢল নামছে।
কথিত আছে, গড় জঙ্গলের শ্যামারূপা মন্দিরে প্রথম দুর্গাপুজোর সূচনা করেছিলেন রাজা লক্ষ্মণ সেন। তিনি গড় জঙ্গল ছেড়ে চলে যাওয়ার পর ইছাই ঘোষকে মন্দিরের দায়িত্ব দেন। বলা হয়, দেবীর নির্দেশ অমান্য করে সপ্তমীর দিন যুদ্ধে যান ইছাই ঘোষ। তিনি যুদ্ধে পরাজিত ও নিহত হন।
তাঁর অনুচরেরা শ্যামারূপা মন্দিরের অদূরে সায়রের জলে দেবীর মূর্তি বিসর্জন দিয়ে দেন। পরে অষ্টধাতুর মূর্তি বসিয়ে পুজো করা হয়। ইছাই ঘোষের রীতি মেনে আজও হয়ে আসছে ঘন জঙ্গলের মাঝে গা ছমছমে পরিবেশে শ্যামারূপা মায়ের আরাধনা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।