পঞ্চায়েত ভোটের আগে বিশাল সুখবর শিক্ষকদের জন্য, এককালীন হাতে আসবে মোটা টাকা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ জুন ২০২৩: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে বিশাল সুখবর শিক্ষকদের (School teacher) জন্য। সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ স্কুল শিক্ষা দফতরের। এর ফলে বহু শিক্ষকের হাতে আসবে এককালীন মোটা টাকা। বিকাশ ভবন (Bikash Bhaban) থেকে নির্দেশ (Notification) গিয়েছে জেলা স্কুল পরিদর্শকদের (DI) কাছে। যত দ্রুত সম্ভব শিক্ষকদের তালিকা ধরে তাঁদের প্রাপ্য সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, কোনও শিক্ষক স্কুলের চাকরিতে যোগ দেওয়ার পর বিএড (B.Ed) ডিগ্রি পেলে তাঁর বেতন বাড়ে। এছাড়া চাকরি করতে করতে স্নাতকোত্তর বা প্রধান শিক্ষক হলেও বেতন বাড়ে। অভিযোগ, সেই সব বকেয়া বাকি রয়েছে অনেকেরই। সেই টাকা এবার মিটিয়ে দিতে বলা হয়েছে। ৩ বছর পর্যন্ত যাঁদের বকেয়া আছে তা জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকেই মিটিয়ে দেওয়া যাবে। তবে তার থেকে বেশি হলে তা মেটানোর ব্যবস্থা নেবে বিকাশ ভবন।
বকেয়া ডিএ’র (DA) দাবিতে সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। শিক্ষকদের একাংশও সেই আন্দোলনে যোগ দিয়েছেন। সেখানে স্কুল শিক্ষকদের বকেয়া মেটানোর নির্দেশিকায় শিক্ষকদের অনেকটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। প্রায় ৭০ হাজার শিক্ষক এই সিদ্ধান্তে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এর জন্য সরকারের ব্যয় হবে প্রায় ১০০ কোটি টাকা।