ভারতে বিপুল বিনিয়োগ করছে গুগল, আমাজন, মাইক্রোসফট

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ জুন ২০২৩: ভারতে বিশাল বিনিয়োগের ঘোষণা গুগল (Google), আমাজন (Amazon) ও মাইক্রোসফটের (Microsoft)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় উন্নততর প্রযুক্তির পক্ষে সওয়াল করেন। এরপরেই ভারতে বিশাল বিনিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করল তিন টেক জায়ান্ট কোম্পানি।
আমাজন পরবর্তী ৭ বছরের জন্য ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। গুগল গুজরাটে ফিনটেক অপারেশন সেন্টার তৈরি করবে। প্রায় ১০ বিলিয়ান মার্কিন ডলার বরাদ্দ করেছে গুগল। আমেরিকায় মোদির সঙ্গে বৈঠক করেন মাইক্রোসফটের চেয়ারম্যান সত্য নাদেলা। মাইক্রোসফট ভারতের প্রযুক্তির উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।