দুর্গাপুর দর্পণ, ১২ জুন ২০২৪: প্রেম করলে অনেক সময় বাবা-মায়ের চোখ রাঙানির মুখে পড়তে হয় ছেলে-মেয়েদের। কিন্তু এমন দেশও আছে যেখানে সরকার প্রেমে মদত দিচ্ছে। বাবা-মায়ের চোখ রাঙানি তো দূরের কথা! কারণ, দেশের জনসংখ্যা দিন দিন কমছে। প্রেম, ভালবাসা হলে পরবর্তী ধাপে বিয়ে ও প্রজনন হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই সরকারের এই পদক্ষেপ।
সমীক্ষায় দেখা গিয়েছে, এই দেশে ২০২৩ সালে জন্মহার সর্বকালীন নিম্নমানে পৌঁছেছে। দেশে কাজ করার লোক দিন দিন কমছে। এর ফলে দেশের অর্থনীতি ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ার সম্ভাবনা। সেকথা মাথায় রেখে নড়েচড়ে বসেছে প্রশাসন। সরকারের তরফে একটি এআই-নির্ভর ডেটিং অ্যাপ লঞ্চ করা হয়েছে। কারণ, সরকার সমীক্ষা করে দেখেছে, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কোনও অ্যাপ বা ইভেন্ট থেকে জীবনসঙ্গী খুঁজে নেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দেশটির নাম জাপান। অ্যাপটির নাম ‘টোকিও ফুটারি স্টোরি’। অ্যাপ ব্যবহার করতে গেলে ঘোষণা করতে হবে, আপনি বিয়ে করতে ইচ্ছুক। তাই অ্যাপটি ব্যবহার করতে চান। আপনি যে ‘সিঙ্গল’ সেই নথিও জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে বার্ষিক রোজগারের হিসাব। একটি সূত্রের দাবি, গত বছর জাপানে মাত্র ৩০ হাজার বিয়ে হয়েছে! অন্যদিকে, বিচ্ছেদ বাড়ছে দিন দিন। সব মিলিয়ে জনসংখ্যা নিয়ে চরম বিড়ম্বনার মুখে জাপান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।