
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ মার্চ ২০২৪: আসানসোল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও পুলিশের তৎপরতায় তিনি সমাবর্তন মঞ্চে প্রবেশ করেন রাজ্যপাল। বিক্ষোভকে যেন পাত্তাই দিলেন না তিনি।(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কলকাতা ফেরার সময় তিনি ফের সড়ক পথে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কোন বিক্ষোভ হয়নি। যেন বিক্ষোভকে আমল দিতেই চাইলেন না। কালো পতাকা প্রসঙ্গে তিনি জানান, কালো পতাকাকে সব সময়ই স্বাগতম। তিনি আরও বলেন, সুষ্ঠভাবেই পৌঁছেছিলেন বিশ্ববিদ্যালয়ে। শান্তিপূর্ণভাবে হয়েছে অনুষ্ঠান। তারপরেই তিনি আকাশ পথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।