দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ এপ্রিল ২০২৪: গাজন মেলায় জমজমাট সঙ্গীতানুষ্ঠানে মাতল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কোচডিহি গ্রাম। প্রাচীন শিবপুজো উপলক্ষে গ্রামে প্রতি বছর গাজনের মেলা বসে। বাংলা নববর্ষের সন্ধ্যায় সোমবার সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন স্বাদের সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পী সৌমী বন্দ্যোপাধ্যায়, জি বাংলা খ্যাত শিল্পী রবীন্দ্রনাথ সাহা, মিতালী চক্রবর্তী, সতনাম সিং। ছিল জ্যাকসন ডান্স ট্রুপ পরিবেশিত নৃত্যানুষ্ঠান। টিউন মিউজিক্যাল গ্রুপ অনুষ্ঠানটি নিবেদন করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মীরাক্কেল খ্যাত খোকন ঘাঁটি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )