নিজের ভাইয়ের গলা কাটলো দাদা, রক্তারক্তি কাণ্ড, চাঞ্চল্য

দুর্গাপুর দর্পণ, নদীয়া, ২ জুন ২০২৩: দাদার বাড়িতে ভাইয়ের গলাকাটা দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) শান্তিপুরে। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, কাজ দেওয়ার নাম করে ভাই উত্তমকে ডেকে নিয়ে যায় দাদা প্রবীণ প্রামানিক। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় উত্তমের স্ত্রী দাদার বাড়িতে গিয়ে স্বামীর গলা কাটা দেহ দেখতে পায়। উত্তমের স্ত্রী মুক্তি জানান, স্বামী বাড়ি না ফেরায় সকালে ডাকতে এসে দেখে, ভাসুরের বাড়ির দরজা বন্ধ। জানলা গিয়ে স্বামীর দেহ দেখেই চিৎকার শুরু করে সে। শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে উত্তমের দাদা পলাতক।