দুর্গাপুর: ধিকি ধিকি আগুন জ্বলছিল কয়েকদিন ধরে। শুক্রবার সকালে তা প্রকাশ্যে চলে এল। এলাকার বিভিন্ন ক্লাব থেকে প্রতিনিধিরা পুর নিগমে গিয়ে কল্পতরু মেলা পরিচালনা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। মেলা যাতে স্বচ্ছভাবে হয়, সুষ্ঠ ভাবে হয়, সেজন্য ক্লাবগুলিকে সঙ্গে নেওয়ার দাবি জানিয়েছিলেন তাঁরা। একই সঙ্গে টেন্ডার ডেকে মেলা পরিচালনার দায়িত্ব বন্টনের দাবি জানিয়েছিলেন তাঁরা। পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বিষয়টি মন্ত্রী মলয় ঘটককে জানানোর আশ্বাস দেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
শুক্রবার সকালে দেখা গেল, আচমকা কয়েকজন যুবক কল্পতরু মেলার বুকিং কাউন্টারে ঢুকে চেয়ার, টেবিল উল্টে দেয়। ভিতরে বসে থাকা মেলা কমিটির লোককে বের করে দেওয়া হয়। তারপরে তারা সেই বুকিং অফিস দখল করে বসে যায়। এই ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বিরোধীদের দাবি, মেলার দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।