দুর্গাপুর দর্পণ, ২৮ মে ২০২৪: হাই কোর্টের নির্দেশে যাবজ্জীবন সাজা থেকে মুক্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। ২২ বছর আগে ডেরার ম্যানেজারকে খুনের মামলায় রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ড হয় সিবিআই আদালত। এবার হাইকোর্টের নির্দেশে রেহাই পেলেন তিনি। মঙ্গলবার তিনি সহ মোট ৫ জনকে বেকসুর খালাস ঘোষণা করে আদালত।
জানা যায়, ২০০২ সালে ডেরার মধ্যে গুলি করে খুন করা হয়েছিল ডেরা সচ্চা সৌদার ম্যানেজার রণজিৎ সিংকে। পুলিশি তদন্তে সন্তুষ্ট না হয়ে রণজিতের ছেলে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্ত হন। সিবিআই তদন্তে জানা যায়, আশ্রমে রাম রহিম মহিলাদের উপর যৌন নির্যাতন চালান, সেই সংক্রান্ত চিঠি রঞ্জিতের উদ্যোগেই ফাঁস হয়েছিল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
২০২১ সালে এই হত্যাকাণ্ডের ঘটনায় রাম রহিম-সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সিবিআই আদালত। রাম রহিমকে ৩১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। সেই নির্দেশের বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্ত হন রাম রহিম। এই মামলাতেই মঙ্গলবার তাঁকে রেহাই দেয় হাই কোর্ট। তবে নিজের দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় ২০ বছরের জেল হয়েছে তাঁর। তাই জেল থেকে ছাড়া তিনি পাবেন না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।