দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১০ জানুয়ারি ২০২৩: মুম্বই হামলার (Mumbai attack) মূলচক্রী হাফিজ সইদের (Hafiz Saeed) না কি ৭৮ বছরের জেল হয়েছে! সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনই তথ্য দিয়েছে রাষ্ট্রসংঘ। প্রসঙ্গত, ২০০৮ সালের ডিসেম্বরে লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) প্রতিষ্ঠাতা হাফিজকে ‘গ্লোবাল টেররিস্ট’ তকমা দিয়েছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ।
সম্প্রতি ভারত পাকিস্তানকে হাফিজ সইদকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল। রাষ্ট্রসংঘ জানিয়েছে, সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার সাতটি ভিন্ন মামলায় তাঁকে মোট ৭৮ বছরের সাজা দিয়েছে আদালত। আমেরিকা ভারতের এই মোস্ট ওয়ান্টেড জঙ্গির মাথার দাম ধার্য করেছে এক কোটি ডলার। হাফিজ পাকিস্তানের আসন্ন নির্বাচনে রাজনৈতিক দল গড়ে অংশ নিতে পারে বলে জানা গিয়েছিল। তবে রাষ্ট্রসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে জেল খাটছে হাফিজ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।