দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা নাগাদ আছড়ে পড়ল ঝড়। সঙ্গে বৃষ্টি। পলাশডিহার দুর্গাপুর হাটে গত ৪ ফেব্রুয়ারি থেকে চলছে হস্তশিল্প মেলা। বিভিন্ন জেলা থেকে এসে স্টল দিয়েছেন ব্যবসায়ীরা। ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে সেই সব স্টল।
ঝড় শুরু হতেই স্টলগুলি দুলতে শুরু করে। প্রাণ বাঁচাতে দোকান ছেড়ে পালিয়ে যান ব্যবসায়ীরা। মেলায় আসা মানুষজনও নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড় দেন। মিনিট কুড়ির ঝড়ে ধুলিস্যাৎ হয়ে যায় মেলার বহু দোকান। অরবিন্দ দাস নামের এক হস্তশিল্পী করুণ সুরে বলেন, “আমরা বেঁচে আছি এটাই সৌভাগ্য। ঝড়ে দোকান উড়ে গিয়ে পড়ল দূরে।জিনিসপত্র সব লন্ডভন্ড হয়ে গেল। কী করব ভেবে পাচ্ছি না।’’
ঝড় থামলে মহকুমা প্রশাসনের আধিকারিকেরা এবং দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে হস্তশিল্প মেলায়। ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেয় দুর্গাপুর মহকুমা প্রশাসন। সন্ধ্যায় আসেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ব্যবসায়ীদের প্রতি সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।