বিহারের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে

দুর্গাপুর দর্পণ, শান্তিপুর, ২০ জুন ২০২৩: বিহার থেকে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ করতে এসেছিল এক যুবক। তার রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার (Nadia) শান্তিপুর ঘোড়ালিয়া এলাকায়। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে অস্থায়ী আস্তানায় সিলিং ফ্যান থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম আমির খান (২৪)। তাঁর মানিব্যাগ থেকে এক যুবতীর ছবি উদ্ধার হয়েছে। প্রেম ঘটিত কারণে ওই যুবক আত্মঘাতী হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ বোঝা যাবে।