দুর্গাপুর দর্পণ, অন্ডাল: সোমবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের মধুসূদন পুর কোলিয়ারি এলাকায় খাস কাজরা হিন্দি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী খুশি কুমারী নুনিয়ার (১৬) মৃতদেহ উদ্ধার হল নিজের বাড়িতেই। পরিবার সূত্রে জানা যায়, এলাকার এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল খুশির। সম্ভবত প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় খুশি।
অন্ডাল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। খুশির মা মুসকান নুনিয়া দাবি করেন, আজ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসে খুশি ওই যুবকের বাড়ি যায়। বাড়ি ফিরে এসেই নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে খুশি। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।