৪৮ ঘন্টা পরেও অগ্নিগর্ভ হরিয়ানা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ আগস্ট ২০২৩: সোমবার ৩১ জুলাই থেকে শুরু হওয়া হিংসা ক্রমশ জটিল আকার ধারণ করছে হরিয়ানায় (Violence in Haryana)। নুহ-র পর আগুন জ্বলল গুরুগ্রামের এক রেস্তোরাঁয়। একদল উত্তেজিত জনতা সেই রেস্তোরাঁ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এছাড়াও হামলা চালানো হয় পরপর বেশ কয়েকটি দোকানে।
ইতিমধ্যে এই হিংসার ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। ৪৮ ঘন্টা পরেও অগ্নিগর্ভ হরিয়ানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রেফতার করা হয়েছে অন্তত ৭০ জনকে। এফআইআর দায়ের করা হয়েছে অন্তত ৪৪টি। ভুয়ো খবর যাতে না ছড়ায় এবং ভুয়ো খবরে বিশ্বাস না করার আবেদন জানিয়েছে প্রশাসন। #ViolenceinHaryana