ফের তাপপ্রবাহ! জেনে নিন কবে কোন জেলায়

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩১ মে ২০২৩: জুন মাসের গোড়াতেই রাজ্যের বিভিন্ন জেলা ফের তাপপ্রবাহের (Heat wave) কবলে পড়বে। এমনই সতর্কতা (Weather Update) জারি করল আলিপুর আবহাওয়া অফিস। কবে কোন জেলায় তাপপ্রবাহ চলবে সেই সম্ভাবনাও জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস।
আজ বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ওপশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে শুক্রবার থেকেই বদলে যেতে পারে পরিস্থিতি।
জানা গিয়েছে, ২ জুন শুক্রবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ৩ জুন, শনিবার এই ৫ জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান, নদয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া জুনের শুরুতে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।