দুর্গাপুর দর্পণ, ২ জুন ২০২৪: গ্রামের ২৪ প্রহরের শেষ রাত। আচমকা দুই পাড়ার মধ্যে বেধে গেল অশান্তি। সংঘর্ষে জখম হলেন বেশ কয়েকজন। শনিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের বাজারি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সুরজ বাউরি জানান, শুক্রবার বাউড়ি পাড়া ও বাদ্যকর পাড়ার মধ্যে মারামারি হয়। পুলিশের মধ্যস্থতায় শনিবার সকালে তা মিটে যায়। শনিবার সন্ধ্যায় বাউরি পাড়ায় অনুষ্ঠান চলছিল। অভিযোগ, তখন বাদ্যকর পাড়ার রাজা বাদ্যকর, মিঠুন বাদ্যকর, সুমন বাদ্যকরের নেতৃত্বে কয়েকজন মিলে হামলা চালায়। বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
ইটের ঘায়ে ও লাঠির আঘাতে বেশ কয়েকজন জখম হয়। বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাউড়ি পাড়ার লোকজন। পাল্টা বাদ্যকর পাড়ার বাপ্পা বাদ্যকরের অভিযোগ, সুরজ বাউড়ি ও সদাই বাউড়ি নামের দুজন বাইরে থেকে এসে অশান্তির সৃষ্টি করছে। তাদের ছেলে, মেয়েদের গালিগালাজ করছে। তিনি বলেন, ওরা বিজেপি করে। আমরা তৃণমূল করি। তাই আমাদের উপর ওদের আক্রোশ। সদাই ও সুরজকে গ্রেফতারের দাবি জানান বাদ্যকর পাড়ার লোকজন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।