পঞ্চায়েত ভোটের আগে মারা গেলেন পশ্চিম বর্ধমানের বড় তৃণমূল নেতা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর ২৯ জুন ২০২৩: পঞ্চায়েত ভোটের আগে মারা গেলেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বড় তৃণমূল নেতা। ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা বিধায়ক ছিলেন তিনি। পরে পঞ্চায়েত সমিতির সভাপতি হন। এবারেও প্রার্থী হয়েছিলেন। কিন্তু আচমকা বৃহস্পতিবার সকালে বহুলায় নিজের বাড়িতে প্রয়াত হলেন মদন বাউড়ি।
মদন বাউড়ি দু’বার সিপিএম প্রার্থী হিসাবে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তৎকালীন উখড়া বিধানসভা কেন্দ্র থেকে। তিনি ২০১৮ সালের ৪ এপ্রিল সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। পান্ডেবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হন। এবারেও পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। এদিন সকালে তাঁকে ডাকলেও তিনি ওঠেননি। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।