
দুর্গাপুর: রাজ্যের অনুমতি ছাড়াই জোর করে টোল আদায়করছে দুর্গাপুর নগর নিগম। নাসের এভিনিউ, লেনিন সরণী, কাঞ্জিলাল এভিনিউ, বনফুল সরণি, নাচন রোড, হ্যানিম্যান সরণি, শ্যামপুর-নডিহা রোডে রয়েছে দুর্গাপুর নগর নিগমের ৭টি টোল। সেই টোলগুলি থেকে পণ্যবাহী গাড়ির টোল নেওয়া হতো। দুর্গাপুরের ক্ষুদ্র শিল্পপতিরা নগর নিগমের কাছে আবেদন করেছিলেন, ১২ টনের নিচে পণ্যবাহী গাড়িতে যাতে টোল নেওয়া না হয়। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি নগর নিগম।
দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রতন আগরওয়াল ২০২৩ সালের নভেম্বরে হাইকোর্টের দ্বারস্থ হন। ১০ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন, দুর্গাপুর নগর নিগম পুর এলাকায় কোনও রাস্তা থেকে টোল নিতে পারবে না। কারণ, টোল আদায়ের জন্য রাজ্য সরকারের কোনও অনুমোদন নেয়নি পুর নিগম। তবে তারপরেও মঙ্গলবার পর্যন্ত টোল আদায় বন্ধ হয়নি বলে অভিযোগ। তবে বুধবার সকাল থেকে টোল আদায় বন্ধ হয়ে যায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অনুমতি ছাড়াই টোল আদায় চলছে। ১৯৯৭ সাল থেকে, বাম আমল থেকে একই ভাবে তৃণমূল আমল পর্যন্ত এই দুর্নীতি চলে আসছে। টোল যে সম্পূর্ণ বেআইনি তা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে।” প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “সরকারি অনুমতি নেওয়ার কথা ছিল। সেটা নেওয়া হয়নি। এইভাবে টোল আদায় দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। যা যা নিয়ম আছে সমস্ত নিয়ম মানা হবে। সম্প্রতি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারের অনুমতি লাগবে। সেইজন্য তিন মাস নগর নিগমের সমস্ত টোল বন্ধ রাখতে হবে। হাইকোর্টের নির্দেশমতো সমস্ত টোল আপাতত বন্ধ রাখছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
