মহরম নিয়ে হাইকোর্টের কড়া নির্দেশ

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৮ জুলাই ২০২৩: মহরমকে কেন্দ্র করে বেশি আওয়াজের বাজনা বাজানো যাবে না। বুধবার কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতি টিএম শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পুলিশ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্দেশে এই নির্দেশিকা জারি করেছে।
নির্দেশিকায় জানানো হয়েছে, শব্দমাত্রা কোনও ভাবেই ৬০ ডেসিবেল ছাড়াতে পারবে না। খোলা আকাশের নীচে রান্নাঘর বানানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাধারণ মানুষের যাতে কোনও ধরণের অসুবিধে না হয় তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। পুলিশকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করতে বলেছে হাই কোর্ট।
হাইকোর্টের জারি করা নির্দেশিকা অনুযায়ী, সকালে ২ ঘণ্টা ও বিকেলে ২ ঘণ্টা সময় বাজনা বাজানোর জন্য পুলিশকে বেঁধে দিতে হবে। এছাড়া, সকাল ৮টার আগে ও সন্ধে ৭টার পরে বাজনা বাজানো যাবে না। মহরমে শব্দবিধি না মেনে বাজনা বাজানো নিয়ে হাই কোর্টে মামলা করেন এক মহিলা। সেই মামলায় এই নির্দেশ দেয় হাই কোর্ট। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#kolkatahconmuharram
Kolkata High Court on Muharram