দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১১ সেপ্টেম্বর ২০২৩: সুখবর! দুর্গাপুজোয় রাজ্যে ঢুকবে বাংলাদেশের (Bangladesh) ইলিশ। পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির অনুমতি দিতে চলেছে বাংলাদেশ সরকার। কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ থেকে পাঁচ হাজার টন ইলিশ আমদানি করতে চায়। ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে চিঠি দিয়ে সেকথা জানানো হয়েছে। তবে বাংলাদেশ সরকার কী পরিমাণ ইলিশ পাঠাবে তা এখনও জানা যায়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
