দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২০ সেপ্টেম্বর ২০২৩: ইলিশ পাওয়া যায় সমুদ্রে। ইলিশ (Hilsa) পাওয়া যায় নদীতে। সেটাই সবার জানা। কিন্তু ঝিলেও যে ইলিশ পাওয়া যায়, সেটা জানা ছিল না। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) তমলুকের (Tamluk) নারায়ণপুর খালের একটি ঝিল থেকে জালে উঠেছে ৯টি খোকা ইলিশ!
তমলুক পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ নদী সংলগ্ন গণপতি নগর যাওয়ার রাস্তার পাশে রয়েছে ৮ বিঘের ঝিল। আগে ছিল ইটভাটা। এখন সেখানে জল জমেছে। কয়েকজন সেই ঝিলটি লিজ নিয়ে মাছ চাষ করছেন। সম্প্রতি সেই ঝিলে জাল টানার সময় রুই, কাতলা, মৃগেল, ভেটকির পাশাপাশি ৯টি খোকা ইলিশ উঠে আসে। দুটি বেঁচে ছিল। সে দুটিকে ফের ঝিলে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন- বাড়ির অ্যাকোয়ারিয়ামে ডিম ফুটে বেরল ২৫ টি সাপের বাচ্চা!
মাছচাষিদের অনুমান, রূপনারায়ণ নদী থেকে নারায়ণপুর খাল হয়ে জোয়ারের জল কোনওভাবে ঝিলে ঢুকে পড়েছিল। তখনই ওই খোকা ইলিশগুলি ঢুকে পড়ে ঝিলে। অন্যান্য মাছের সঙ্গে দিব্যি সেগুলি বাড়তে থাকে। ওই ঝিলে এর আগে চিংড়ি, ভেটকিরও দেখা মিলেছিল। সেই সব মাছও একইভাবে ঝিলে চলে এসেছিল বলে মনে করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।