
এই ‘মউ’ চূক্তির ফলে দেশের ইস্পাত উৎপাদনে অগ্রগণ্য প্রতিষ্ঠান ডিএসপি এবং পূর্ব ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান Dr. B.C. Roy Engineering College Society এর মধ্যে গুরুত্বপূর্ণ Industry-Academia সহযোগিতার বাতাবরণ তৈরি হল।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ ফেব্রুয়ারি ২০২৪: ঐতিহাসিক ‘মউ’ সাক্ষর হল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B.C. Roy Society এবং রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানা, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) মধ্যে। ২২ ফেব্রুয়ারি সেল-ডিএসপি’র ডাইরেক্টর ইনচার্জের কনফারেন্স রুমে এই মউ সাক্ষর হয়। ডিএসপির তরফে সাক্ষর করেন সিজিএম (Maintenance and Utilities) এস কে সিং। অন্যদিকে কলেজ সোসাইটির পক্ষে সাক্ষর করেন সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য। দু’পক্ষের মধ্যে বার বার বৈঠক এবং মত বিনিময়ের পরে শেষ পর্যন্ত মউ এর বিষয়টি চূড়ান্ত হয়। মউ এর মেয়াদ থাকবে ৫ বছর। তবে, প্রতি বছর ডিএসপির তরফে সিনিয়র প্রতিনিধিরা এবং BCREC গ্রুপের অধ্যাপক/পরামর্শদাতা/গবেষকদের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটি (CCC) মউ চূক্তির অগ্রগতি খতিয়ে দেখবে।
এই মউ চূক্তির ফলে দেশের ইস্পাত উৎপাদনে অগ্রগণ্য প্রতিষ্ঠান ডিএসপি এবং পূর্ব ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান Dr. B.C. Roy Engineering College Society এর মধ্যে গুরুত্বপূর্ণ Industry-Academia সহযোগিতার বাতাবরণ তৈরি হল। শিল্পক্ষেত্রে কার্যত বিপ্লব বয়ে আনা Industry 4.0 মাপকাঠির নিরিখে এই মউ এর ফলে ডিএসপি এবং Dr B C Roy Engineering College Society, দু’পক্ষই উপকৃত হবে। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং ম্যানেজমেন্ট বিভাগের গবেষণা, ডিজাইন, ডেভলপমেন্ট, প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, এন্টারপ্রেনরশিপ সহ সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে এই মউ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
Dr. B.C. Roy Engineering College এর অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার বলেন, ‘‘এই মউ এর সুবাদে পড়ুয়া ও শিল্পক্ষেত্রের সম্পর্ক আরও নিবিড় হবে। এর ফলে পড়ুয়ারা শিল্পের সঙ্গে যুক্ত পেশাদারদের কাছে প্রয়োজনীয় পরামর্শ পাবে এবং নিজেদের উন্নত করে গড়ে তুলতে পারবে। অন্যদিকে, ইস্পাত কারখানায় যেসব ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি সংশ্লিষ্ট সমস্যা তৈরি হয়ে থাকে, সেগুলির যথাযথ সমাধান করার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেবে কলেজ।’’ দেশের অন্যতম প্রখ্যাত কার্ডিয়াক সার্জেন তথা Dr. B.C. Roy Society এর সভাপতি ডাঃ সত্যজিৎ বসু বলেন, ‘‘দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে আমাদের ইন্ডাস্ট্রি পার্টনার হিসাবে পাওয়া সত্যিই ভীষণ গৌরবের। এবং, শুধু ৫ বছর নয়, এই সম্পর্ক বরাবরের জন্য রয়ে যাবে হৃদয়ে।’’ সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য এবং ডাঃ সত্যজিৎ বসু সেল-ডিএসপি কর্তৃপক্ষের সঙ্গে মউ এর চূক্তিপত্র বিনিময় করেন।
SAIL-DSP এর Director–In Charge বিপি সিংহ উপস্থিত কলেজের প্রতিনিধিদের স্বাগত জানান। এই মউ Academia –Industry Partnership এর ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘‘যে কোনও স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে উদ্বেগের ক্ষেত্র হল সেফটির বিষয়টি। জোর দিতে হয় যন্ত্রপাতির স্বাস্থ্য সুরক্ষিত রাখা, নির্ভরযোগ্যতা বজায় রাখা এবং অপারেশনের দক্ষতা ও স্থায়িত্ব বৃদ্ধির উপর। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই মউ। বর্তমান যুগ কার্যত রোবোটিক অটোমেশন এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের। সেখানে ম্যান-মেশিন ইন্টারফেস অপ্টিমাইজ করা অত্যন্ত আবশ্যক। ব্যর্থতার পূর্বাভাস দেওয়ার জন্য ডেটা অ্যাানলিটিক্স এবং বর্জ্যকে প্রক্রিয়াকরণের মাধ্যমে সম্পদে পরিণত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মউ চুক্তি উভয় সংস্থার জন্য উন্নতি এবং বৃদ্ধির প্রচুর সুযোগ বয়ে আনবে।’’
চূক্তি অনুযায়ী অ্যাকাডেমিয়া সংশ্লিষ্ট শিল্প সম্পর্কিত সমস্যাগুলি উভয়পক্ষ বিশ্লেষণ করে সমস্যাগুলির সমাধান এবং পদ্ধতি নিয়ে আলোচনা করবে। এরপর সমন্বয় কমিটিতে আলোচনা সাপেক্ষে উপযুক্ত পদক্ষেপ করা হবে। SAIL-এর CGM (Maintenance and Utilities) এস কে সিং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএম (Quality) ডঃ দীপেন্দু সেনগুপ্ত। এছাড়া সেল-ডিএসপির অন্যান্য সিনিয়র আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিজিএম (A & I and Electrical) ও পি শর্মা, CMO-I/C ডঃ এস রায়, সিজিএম (F&A) পি ভি এস ইউ মহেশ, সিজিএম (TS) ভি মানওয়াতি এবং সিজিএম (HRD) এস কে গুপ্তা। অন্যদিকে, Dr. B.C. Roy Engineering College and Group of Institutions এর তরফে উপস্থিত ছিলেন সভাপতি ডাঃ সত্যজিৎ বসু, সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, ট্রেজারার জার্নেল সিং, উপদেষ্টা ডঃ সৈকত মিত্র এবং সিনিয়র ম্যানেজার (PR) সৌভিক কুমার চন্দ্র। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।