দুর্গাপুর দর্পণ ডেস্ক: পরিবারের ‘সম্মানরক্ষা’র নামে বোনকে খুন করল দাদা! পাহাড়ের উপর থেকে ৫০০ ফুট নিচে ধাক্কা দিয়ে ফেলে দিল নাবালিকা বোনকে। ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়াবহ ঘটনার ছবি। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর এলাকার ঘটনা। ভিন্ন সম্প্রদায়ের যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল শাহগড়ের বাসিন্দা ১৭ বছরের কিশোরী। পরিবারের তীব্র আপত্তি ছিল। বার বার বুঝিয়েও ফল হয়নি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
শেষ পর্যন্ত বেড়াতে যাওয়ার নাম করে বোনকে পাহাড়ের উপরে নিয়ে যায় দাদা। অভিযোগ সেখান থেকে বোনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় দাদা। সেই সময় পাশের একটি মাঠে ক্রিকেট ম্যাচের ভিডিও করছিল একটি ড্রোন। ড্রোন ক্যামেরায় ধরা পড়ে যায় পুরো ঘটনা। পুলিশ সেই ভিডিও দেখে ঋষিকেশ তানাজি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।