September 26, 2023

Horoscope: ১৩-১৮ আগস্ট সপ্তাহে কার ভাগ্যে কী?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ আগস্ট ২০২৩: ১৩-১৮ আগস্ট সপ্তাহে কার ভাগ্যে কী ? রাশিফল (Horoscope) অভ্রান্ত হয় না। তবু একটা সম্ভাবনার চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

মেষ
চাকরিজীবীদের জন‌্য শুভ তাই এই সময় চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। বহুদিন আটকে থাকা কোনও কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহের দ্বিতীয়ার্ধ শুভ। কাজের জন‌্য বিদেশ বা ভিন রাজ্যে যেতে হতে পারে।

বৃষ
নতুন কাজের খোঁজ মিলতে পারে। কর্মক্ষেত্রে অজানা শত্রুর থেকে সাবধান। ব‌্যবসায়ীরা কর্মচারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন। সপ্তাহের শেষে আইনি ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার সম্ভাবনা।

মিথুন
কর্মক্ষেত্রে বিতর্ক এড়িয়ে চলুন। সপ্তাহের মধ‌্যভাগে আর্থিক উন্নতির আশা। বন্ধুবেশী প্রতারক থেকে সাবধান। সন্তানের সাফল্য ও কর্মপ্রাপ্তির যোগ রয়েছে।

কর্কট
কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ। সন্তানের রূঢ় ব‌্যবহার, বাবা-মায়ের মধ্যে এক জনের অসুস্থতা, এসব নিয়ে মন খারাপ থাকবে। তবে বড় কোনও অঘটনের যোগ নেই। প্রতিবেশীর সঙ্গে জমিজমা সংক্রান্ত সমস‌্যা আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করা উচিত।

সিংহ
সপ্তাহের শুরুর দিকটা গোলমেলে। জমিজমা ও সম্পত্তি রক্ষায় বিশেষ জোর দিতে হবে। পড়াশোনার জন্য সন্তানের ভিনরাজ্যে যাওয়ার সম্ভাবনা। নিকট আত্মীয়ের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা। টাকাপয়সা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন।

কন্যা
কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার জন‌্য তাড়াহুড়ো করবেন না। ছাত্র ছাত্রীদের জন্য সপ্তাহটি শুভ। পারিবারিক অশান্তির সম্ভাবনা। স্ত্রীর স্বাস্থ‌্যে গোলযোগ দেখা দিতে পারে। জলপথে ভ্রমণ করা বারণ।

তুলা
কোনও প্রলোভন বা প্ররোচনায় এই সময় পা দেবেন না। কন‌্যার বিবাহের যোগ প্রবল। জমি কেনাবেচায় সতর্ক থাকুন। প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানি হতে পারে। সপ্তাহের শেষে কোনও দুশ্চিন্তার খবর আসতে পারে।

বৃশ্চিক
গতানুগতিক সপ্তাহ। উচ্চপদস্থ কারওর সান্নিধ্যে শুভ হওয়ার সম্ভাবনা। পুরনো পারিবারিক সমস‌্যা মিটতে পারে। সপ্তাহের মাঝামাঝি নতুন গাড়ি কেনার সুযোগ হতে পারে। ব‌্যবসার মন্দাভাব ধীরে ধীরে কাটার সম্ভাবনা।

ধনু
সপ্তাহের শুরুতে পুরনো সমস‌্যা সমাধানের সুযোগ আসবে। নববিবাহিতদের জন্য দারুণ সময়। কারওর কথায় প্ররোচিত হবেন না। স্ত্রীর কর্মক্ষেত্র পরিবর্তনের সম্ভাবনা। সন্তানের শারীরিক সমস‌্যা নিয়ে উদ্বিগ্নতা।

মকর
বড় কিছু পরিবর্তন দেখা দিতে পারে। ব‌্যবসায়ীরা কর্মচারীদের উপরে বিশেষ নজর রাখুন। কর্মপ্রার্থীদের নতুন কাজের জন‌্য আরও তোড়জোড় দিয়ে লাগতে হবে। সপ্তাহের মাঝামাঝি লটারি বা শেয়ারে বাড়তি টাকা হাতে আসতে পারে।

কুম্ভ
সপ্তাহের শুরুতে শুভ সংবাদ আসার সম্ভাবনা। চাকরিজীবীদের জন‌্য আয় ও ব্যয়, দুটিই বাড়ার সম্ভাবনা। হবে। গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। মেয়ের পড়াশোনার শুভ সময়। বন্ধুদের বিষয়ে সতর্ক থাকুন।

মীন
কর্মক্ষেত্রে বিবাদে জড়াবেন না। বসের কথামতো চলার চেষ্টা করুন। অযাচিতভাবে কাউকে সাহায‌্য করতে যাবেন না। শরীরের প্রতি যত্ন নিন।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: