
দুর্গাপুর: পাশ দিয়ে যাওয়া বাইকের উপর চলন্ত ট্রেলার থেকে ছিটকে পড়লো বিশাল ধাতব অ্যাঙ্গেল। পায়ের উপর বিশাল ওই স্ট্রাকচার পড়ে যাওয়ায় গুরুতর চোট পেলেন বাইক আরোহী। বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাঁকসা থানার বাঁশকোপা শিল্প তালুকের রোডে। গুরুতর জখম ব্যক্তির নাম সমীর গড়াই। দুর্গাপুরের বেনাচিতির ধুনরা প্লটের বাসিন্দা। তিনি সেলসম্যানের কাজ করেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
সমীরের বন্ধু আনন্দ মণ্ডল বলেন, “আমি সমীরের দুর্ঘটনার খবর পেয়ে এখানে আসি। সমীর এই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই একটি ট্রেলারে থাকা লোহার স্ট্রাকচার শিকল কেটে ছিটকে ওর বাইকের উপরে পড়ে। সমীরের পায়ে গুরুতর আঘাত লেগেছে। পুলিশ উদ্ধার করে তাকে মিশন হাসপাতালে নিয়ে যায় বলে জানতে পেরেছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
