ভয়াবহ দুর্ঘটনা নদিয়ার চাপড়ায়, পিক আপ ভ্যান উল্টে মৃত্যু

দুর্গাপুর দর্পণ, তেহট্ট, ৩ জুন ২০২৩: শনিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা নদিয়ার (Nadia) চাপড়া থানার চাঁড়াতলায়। মৃত্যু হল দু’জনের। জানা গিয়েছে, শনিবার ভোরে একটি পিক আপ ভ্যান তেহট্ট থানার খাসপুর এলাকা থেকে ১৫ জনকে নিয়ে জামালপুর যাচ্ছিল। লরির ধাক্কায় পিক আপ ভ্যানটি নয়নজুলিতে নেমে গেলে দুর্ঘটনাটি ঘটে।
পিক আপ ভ্যানে থাকা প্রত্যেকে গুরুতর আহত হন। আহতদের চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মহাদেব ঘোষ ( ৫৫) নামের এক ব্যক্তিকে মৃত বলে জানান। আরও একজনের অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে মৃত্যু হয় সমীর বিশ্বাসের। বাকিদের চিকিৎসা চলছে। এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।