ভিড়িঙ্গিতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় ডিভাইডারে উঠে গেল গাড়ি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ভিড়িঙ্গিতে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় ডিভাইডারে উঠে গেল গাড়ি। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভিড়িঙ্গি মোড়ে বাসস্ট্যান্ডের সামনে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ডিভিসি মোড় হয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে রানিগঞ্জের দিকে একটি গাড়ি যাচ্ছিল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
একটি ট্রাক ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারের উপর উঠে যায়। তবে ভাগ্য ভাল যে হতাহতের ঘটনা ঘটেনি। গাড়ির চালক রাজীব সিং বলেন, “আমি গাড়ি নিয়ে ডিভিসি মোড় হয়ে জাতীয় সড়ক ধরে রানিগঞ্জের দিকে যাচ্ছিলাম। মেজিয়া যাচ্ছিলাম। ভিড়িঙ্গি মোড়ের সামনে একটি ট্রাক আমার গাড়িটিকে ধাক্কা মারে। তারপরেই আমার গাড়িটি ডিভাইডারে উঠে যায়। ভাগ্য ভাল যে প্রাণে বেঁচে গেলাম!” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।