![citizen hospital](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-05-at-16.53.05.jpeg?fit=1024%2C568&ssl=1)
দুর্গাপুর: কলকাতার পরে বাংলাদেশের রোগী বয়কটের ডাক দিল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল। হাসপাতালের কর্ণধার পঙ্কজ মুখোপাধ্যায় জানান, বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা অভিযোগে গ্রেফতার, ইসকনের উপর হামলা, সেখানকার হিন্দুদের নির্যাতন, ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে তাঁদের এই সিদ্ধান্ত। কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল ইতিমধ্যেই বাংলাদেশের রোগী বয়কটের ডাক দিয়েছে। এবার সেই তালিকায় যোগ হল দুর্গাপুরের এই হাসপাতালটিও।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পঙ্কজ মুখোপাধ্যায় বলেন, “বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর নির্মমভাবে অত্যাচার চলছে। ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। তাই আমরা প্রতিবাদ হিসাবে হিসাবে বাংলাদেশের রোগী বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।” হাসপাতালের তরফে বিষয়টি বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত এজেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
![বাংলাদেশের রোগী বয়কটের ডাক দিল দুর্গাপুরের এক হাসপাতাল-ও](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/12/WhatsApp-Image-2024-12-05-at-16.53.05.jpeg?w=180&ssl=1)