দুর্গাপুর মহিলা কলেজে চালু হল হস্টেল

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ আগস্ট ২০২৩: দুর্গাপুর মহিলা কলেজে (Durgapur Women’s College) অবশেষে চালু হল হস্টেল। দূর দূরান্ত থেকে আসা ছাত্রীদের থাকার ব্যবস্থা হওয়ায় খুশি কলেজ কর্তৃপক্ষ। ১৯৮০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু এতদিন ধরে হস্টেল ছিল না এই কলেজে। এদিন হস্টেল উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ মহানন্দা কাঞ্জিলাল, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ। অধ্যক্ষ জানান, ৩০ জন ছাত্রী হস্টেলে থাকার জায়গা পাবেন। মেধার ভিত্তিতে তাঁদের জায়গা দেওয়া হবে।