মোমবাতির শিখা থেকে আগুন, দাউ দাউ করে জ্বলে উঠল পুরো বাড়ি

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ জুন ২০২৩: মোমবাতি থেকে লাগল আগুন। দাউ দাউ করে জ্বলে গেল পুরো বাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ট্রাঙ্করোড সংলগ্ন আমতলা বস্তি এলাকার ঘটনা। দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্বে আনে।
দমকলের আধিকারিক শ্যামল মন্ডল জানান, শোনা যাচ্ছে বাড়ির ভিতরে মোমবাতি জ্বালিয়ে বাইরে বেরিয়েছিল বাড়ির সবাই। তারপরেই আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।