দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ এপ্রিল ২০২৪: সন্ধ্যা নামলেই আঁধারে ডুবে যায় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টারের হাউসিং কলোনি। গত ৭-৮ বছর ধরে জ্বলছে না একটিও পথবাতি। প্রশাসন থেকে শুরু করে আবাসন দফতর, সর্বত্র জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ এখানকার বাসিন্দারা। প্রতিবাদে শনিবার সন্ধ্যায় তাঁরা হাতে মোমবাতি নিয়ে মিছিল বের করেন। মিছিলে সামিল হয়ে সিটি সেন্টারের প্রবীণ বাসিন্দা পরিমল অগস্তি জানান, বছরের পর বছর ধরে ভুগছেন এখানকার বাসিন্দারা। মহকুমা প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত পদক্ষেপ করুন।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
মিছিলে অংশ নেওয়া ঈশিতা সরকার, রত্না সাহা ও ডলি মন্ডলদের অভিযোগ, যাতায়াতের প্রধান রাস্তা অন্ধকারেই ডুবে থাকে। সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতে পারেন না। ছেলেমেয়েদের টিউশন নিয়ে যেতেও ভয় লাগে। টর্চ লাইট হাতে নিয়ে বাড়ি থেকে বেরোতে হয়। তাতেও অন্ধকার পুরো দূর হয় না। তাঁদের আশঙ্কা, কেউ তাঁদের পথ আটকে অন্ধকারে ছিনতাই করে পালিয়ে গেলে ধরার উপায় থাকবে না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।