শিল্পাঞ্চলবাসীর জন্য দুর্গাপুজোর উপহার, গয়া-হাওড়া বন্দে ভারত
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রবিবার গয়া-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা সূচনা হল। রবিবার দেশে মোট ছ’টি সেমি-হাইস্পিড ট্রেনের যাত্রার সূচনা হয়। তার মধ্যে অন্যতম হল গয়া-হাওড়া বন্দে ভারত। গয়া-হাওড়া রুটের পাশাপাশি পশ্চিমবঙ্গে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় এদিন। সেগুলি হল হাওড়া-ভাগলপুর এবং হাওড়া-রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, গয়া-হাওড়া বন্দে ভারত যাত্রাপথে দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, পারশনাথ এবং কোডার্মা স্টেশনে থামবে। ট্রেনটি সকাল ৬ টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছা়ড়বে। সকাল ৮ টা ২৮ মিনিটে দুর্গাপুরে পৌঁছাবে। আসানসোলে পৌঁছাবে সকাল ৮ টা ৫৩ মিনিটে। ধানবাদে সকাল ৯ টা ৪৩ মিনিটে পৌঁছাবে। পরশনাথে পৌঁছাবে সকাল ১০ টা ১৩ মিনিটে। সকাল ১০ টা ৫৮ মিনিটে পৌঁছাবে কোডার্মায়। বেলা সাড়ে ১২ টায় গয়ায় পৌঁছাবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
এদিন গয়া-হাওড়া বন্দে ভারত পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় বিকাল ৪টা ২৫ নাগাদ। দুর্গাপুর স্টেশনে বন্দে ভারতকে স্বাগত জানান রেলের আধিকারিকরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই সম্বর্ধনা দেন ট্রেনের চালককে। বিধায়ক বলেন, পুজোর আগে এই ট্রেন পাওয়াতে শিল্পাঞ্চলবাসী উপকৃত হবেন।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।