দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ সেপ্টেম্বর ২০২৩: হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (Howrah-Patna Vande Bharat Express) পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুটি জায়গায় স্টপেজ দেবে। কিছুদিন আগে দুর্গাপুর, আসানসোল হয়ে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হয়েছে। সেদিন পশ্চিমবঙ্গে একমাত্র আসানসোলে (Asansole) ট্রেনটি থেমেছিল। তবে রবিবার চালু হওয়ার পর আসানসোলের পাশাপাশি দুর্গাপুরেও স্টপেজ দেওয়া হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, নতুন বন্দে ভারত কোচে রং বদল, চিতা লোগো বদল ছাড়াও মোট ২৫ রকম বদল আনা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি হল, সিট আগের চেয়ে অনেক বেশি প্যাডেড করা হয়েছে। হাত ধোয়ার বেসিনের গভীরতা বাড়ানো হয়েছে যাতে জলের ছিটে না লাগে। যাত্রী সাচ্ছন্দ্য বাড়ানোর জন্য এমন নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
যেমন, সিটে হেলান দেওয়া আরো আরামপ্রদ করা হয়েছে। উন্নত করা হয়েছে চার্জিং পয়েন্ট। এক্সিকিউটিভ কোচে সিটের রঙ লাল থেকে সোনালি নীল করা হয়েছে। টয়লেটের আলোর উজ্জ্বলতা বাড়ানো হয়েছে। জানলার পর্দা আরও মোটা করা হয়েছে। এছাড়া, কলে জল প্রবাহের জোর বাড়ানো হয়েছে। ভালো এসির জন্য এয়ার টাইটনেস বাড়ানো হয়েছে।
ট্রায়ার রানের সময় পাটনা থেকে ট্রেনটি সকাল আটটায় রওনা দেয়। আসানসোলে পৌছায় দুপুর সোয়া ১২টা নাগাদ। এরপর দুপুর আড়াইটায় ট্রেনটি হাওড়া পৌঁছায়। অন্যদিকে, হাওড়া থেকে ট্রেনটি ছাড়ে বিকাল ৩:৫৫ নাগাদ। আসানসোলে আসে প্রায় সন্ধ্যা ৬টা নাগাদ। রাত সাড়ে ১০টার পরে ট্রেনটি পাটনা পৌঁছায়।
আরও পড়ুন- এক ঘন্টার মধ্যে লোনের ৯৫ হাজার টাকা উধাও
তবে রেল সূত্রে জানা গিয়েছে, এখন থেকে ট্রেনটি সকাল ৮টায় পাটনায় ছাড়বে। হাওড়া পৌঁছাবে দুপুর ২টা ৩৫ এ। অন্যদিকে হাওড়ায় বিকাল ৩টা ৫০ এ ছেড়ে পাটনা পৌঁছাবে রাত ১০টা ৪০ নাগাদ। হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসে মোট ৮টি কামরা থাকবে। চলবে সপ্তাহে ৬ দিন। বুধবার বন্ধ থাকবে। দাঁড়াবে পাটনা সাহিব, মোকামা, লক্ষ্মীসরাই, জশিডি, জামতারা, আসানসোল ও দুর্গাপুরে।
Timing of The Patna – Howrah Vande Bharat Express
The train will arrive Jasidih at 10:53 hrs., Jamtara at 11:44 hrs.,
Asansol at 12:15 hrs. Durgapur at 12:39 hrs., whereas 22347 Howrah –
Patna Vande Bharat Express train will arrive at Durgapur at 17:28 hrs.,
Asansol at 17:53 hrs., Jamtara at 18:27 hrs., Jasidih at 19:11 hrs.
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।