মদ্যপ বাবার মারে তৃতীয় সন্তানেরও মৃত্যু

দুর্গাপুর দর্পণ, পুরুলিয়া, ২৬ জুলাই ২০২৩: মদ্যপ বাবার মারে আগেই মৃত্যু হয়েছিল এক ছেলে ও এক মেয়ের। হাসপাতালে ভর্তি ছিল আরও দুই সন্তান। সোমবার রাতে মৃত্যু হয় আট বছরের মেয়ে অর্পিতার। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) মফস্বল থানার ডিগশিলি গ্রামে। বাবা প্রভাস মাহাতো এখনও নিখোঁজ।
অভিযোগ, রাতে মদ খেয়ে বাড়িতে ঢুকে স্ত্রীর সঙ্গে ঝামেলা জুড়ে দেয় প্রভাস। স্ত্রী ঘর ছেড়ে পালিয়ে যান। এরপরেই প্রভাস চার সন্তানকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। মাটিতে ফেলে আছাড় মারে। এরপর সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় চার সন্তানকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাত বছরের মধুমিতাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বাকি তিন সন্তানকে রাঁচির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিন বছরের জয়দেবের মৃত্যু হয়। বাকি দু’জনের চিকিৎসা চলছিল। তার মধ্যে অর্পিতার মৃত্যু হয়েছে। আর এক সন্তান এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।