পঞ্চায়েত ভোটের আগে দুই জেলায় বিপুল বোমা উদ্ধার

দুর্গাপুর দর্পণ, বোলপুর ও মুর্শিদাবাদ, ৩১ মে ২০২৩: দুই জেলায় প্রচুর বোমা উদ্ধার হল। বীরভূমের বাঁশজোড় এলাকার একটি কলা গাছের ঝোঁপ থেকে কুড়িটি বোমা উদ্ধার হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের রানীনগরের বাগান থেকে তিন ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে।
মাত্র কয়েকদিন আগে বীরভূমের সিউড়ির বাঁশজোড় এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ফের সেখান থেকে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার ইলসামারি এলাকায় একটি বাগানে তল্লাশি চালায় পুলিশ। সেখানে তিন ব্যাগ ভর্তি সকেট বোমা উদ্ধার হয়। বোমা মজুতের কারণ খুঁজতে পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে।