পানাগড়ে পুরনো গাড়ির যন্ত্রাংশ কেনা বেচার বাজারে বিধ্বংসী আগুন

দুর্গাপুর: পানাগড়ে পুরনো গাড়ির যন্ত্রাংশ কেনা বেচার বাজারে বিধ্বংসী আগুন। রাত নটা নাগাদ বাজারের ভিতরে একটি কাঠের গুদামে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। জানা গেছে, বুধবার রাতে আচমকা ওই এলাকায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসে। দাউ দাউ করে জ্বলে ওঠে পুরনো গাড়ি কেনা বেচার বাজার।
খবর পেয়ে পৌছায় কাঁকসার দমকলের দুটি ইঞ্জিন। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এক ঘন্টা পেরিয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কী কারণে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। আরও একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের দরুন আগুন লেগেছে। (Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
