September 26, 2023

গুসকরায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই এলাকা, আর্তনাদ বাসিন্দাদের…

দুর্গাপুর দর্পণ, গুসকরা, ৪ জুন ২০২৩: গুসকরায় ভয়াবহ আগুন। পুড়ে ছাই হয়ে গেল চারটি বাড়ি। আতঙ্কে চিৎকার শুরু করে বাসিন্দারা। এলাকা ঘিঞ্জি হওয়ায় ঢুকতে পারলো না দমকল। এলাকার মানুষের তৎপরতায় নিভলো ভয়ঙ্কর আগুন। আতঙ্কে চিৎকার শুরু করে বাসিন্দারা। জানা গিয়েছে, গুসকরা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশ্বিস বিশ্বাস  নিজের বাড়িতেই পেট্রল ডিজেল বিক্রি করতে। সেকারণে প্রচুর পরিমাণে এই দাহ্য বাড়িতেই মজুত ছিল।

কোনওভাবে তাতে আগুন লাগে। সেই আগু ছড়িয়ে পরে পরপর বাড়ি গুলিতে। ভয়ে পালিয়ে দৌড়াদৌড়ি, চিৎকার শুরু করে বাসিন্দারা। দমকল এলেও এলাকা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় পৌঁছতে পারেনি ঘটনাস্থলে। এলাকার ছেলেরা পাশের পুকুর থেকে জল তুলেই আগুন নেভানোর কাজ শুরু করে। শেষ পর্যন্ত কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বাড়িতে এত দাহ্য কীভাবে মজুত ছিল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

 

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: